কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল হাই করোনায় আক্রান্ত

 আমিনুল ইসলাম বাবুল | ১৭ আগস্ট ২০২০, সোমবার, ৪:২৪ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবদুল হাই করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তাড়াইল উপজেলায় নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তি হচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবদুল হাই এর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মুক্তিযোদ্ধা হাজী মো. আবদুল হাই কিশোরগঞ্জ নিউজকে জানান, ৪-৫ দিন ধরে তিনি শরীরে জ্বর অনুভব করছেন। গত দু’দিন ধরে তিনি নাকে ঘ্রাণ পাচ্ছিলেন না।

এ অবস্থায় শনিবার (১৫ আগস্ট) তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে তাঁর গ্রামের বাড়ি উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গ্রামে হোম আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থ ও ভালো আছেন।

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে তিনি আবারো মুক্তিযোদ্ধাগণের কল্যাণে জনসেবায় আত্মনিয়োগ করতে চান। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর