কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে র‌্যাবের হাতে ইফান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ২৮ জুলাই ২০২১, বুধবার, ৬:১৯ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে নাজমুল হুদা ওরফে ইফান (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় মো. মারুফ মিয়া (২০) নামে মামলার এজাহারনামীয় এক আসামিকে আটক করেছে র‌্যাব-১৪ এর, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

বুধবার (২৮ জুলাই) ভোররাতে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মো. মারুফ মিয়া ঘোষপাড়া বন্দেরবাড়ির রমজানের ছেলে এবং ইফান হত্যা মামলার ৪নং আসামি।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন বিএন বিষয়টি কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ ইফান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া এ মামলার অন্যান্য আসামিদের ধরতেও র‌্যাব কাজ করে যাচ্ছে।

এদিকে এ হত্যা মামলায় মলয় রায় (৫০) নামে এজাহারনামীয় আরেক আসামিকে তাড়াইল থানা পুলিশ গ্রেপ্তারের পর বুধবার (২৮ জুলাই) দুপুরে আদালতে চালান দিয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড়ে লতিফ মিয়ার চায়ের দোকানের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতের মাধ্যমে নাজমুল হুদা ওরফে ইফানকে হত্যা করে।

নিহত নাজমুল হুদা ওরফে ইফান তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের মো. জামাল খানের ছেলে।

এ ঘটনায় নিহত ইফানের পিতা মো. জামাল খান বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর