জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাদ জুমআ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোছাদ্দেক ভূঞা, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, বায়তুল মাল সেক্রেটারি এম এইচ লোকমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আ ম ম আবদুল হক, কিশোরগঞ্জ সদর আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ নেতৃত্ব দেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।
শহর প্রদক্ষিণ শেষে বড় বাজার মোড়ে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। তিনি অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।