বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা শাখার ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপরে জেলা আইনজীবী ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলটির জেলা সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন জাতীয় পতাকা ও জেলা সভাপতি আবদুর রহমান রুমী দলীয় পতাকা উত্তোলন করেন।
এর আগে সম্মেলন উপলক্ষে শহরে দলটি একটি লাল পতাকা মিছিল বের করে। এতে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবশেন করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ছাত্র জনতার গণ-অভুত্থানে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই গণ-অভুত্থানে অংশ নিয়েছে। সহস্রাধিক মানুষ এই গণ-অভুত্থানে মৃত্যুবরণ করেছে। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন ফ্যাসিবাদ শাসনের অবসানের জন্য। কিন্তু দুর্ভাগ্য শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু সেই ফ্যাসিবাদী ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই লুটেরা, ধনীক গোষ্ঠী, সেই প্রশাসন, সেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই বিদেশি শক্তিগুলো আজকে বাংলাদেশে একটা ভীতিকর এবং নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি করেছে।
তিনি বলেন, দেশে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্রজনতার যে গণ-অভুত্থান হয়েছে, সেই স্বপ্ন থেকে থেকে আমাদের ক্রমেই পিছিয়ে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে হাসিনা সরকার ভূলুণ্ঠিত করেছে। আজও দেখছি মুক্তিযুদ্ধকে চব্বিশের গণ-অভুত্থানের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। বাহাত্তরের সংবিধানের চার মূলনীতিকে মুছে ফেলবার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা কমিউনিস্টরা কিছুতেই এটা মেনে নেব না।
সিপিবি নেতা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো আমাদের ভিত্তি। আর চব্বিশের চেতনা-আমাদের আকাঙ্খা, বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা। আর বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে, কৃষকের পাশে থাকতে হবে, শ্রমিকের পাশে থাকতে হবে, ক্ষেতমজুরের পাশে থাকতে হবে। তাহলেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুর রহমান রুমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত সরকারের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সংগঠক হাসিনুর রহমান রুশো, জেলা সিপিবি’র সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ নজরুল ইসলাম, ডা. এমানুল হক ইদ্রিস, সেলিম উদ্দিন খান, আবুল হাশেম. জেলা সিপিবি নেতা মোস্তফা কামাল নান্দু প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সাজ্জাদ জহির বলেন, আমরা জানতাম এই সরকার শ্রেণীগতভাবে লুটেরা ও ধনিকশ্রেণীর স্বার্থ রক্ষা করবে। সেই এলিট শ্রেণীর স্বার্থ রক্ষা করবে। সেই সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করবে। তার পরও ইউনূস সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আমরা বারবার বলেছি, আপনাদের কাজ হলো দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এটাই এ সরকারে প্রধান ও মুখ্য কাজ। কিন্তু এই সরকার বিভিন্ন রকম সংস্কারের বিষয়কে সামনে নিয়ে এসেছে। তারা ১২টি সংস্কার কমিশন করেছে। কিন্তু আমার কৃষি সংস্কার, শিক্ষা সংস্কার, স্বাস্থ্য সংস্কারসহ প্রয়োজনীয় বিষয়গুলোতে তাদের কোনো কাজ বা বক্তব্য নাই। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার উচ্ছেদ না হলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।