কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর (রোববার) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্যকরী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী একেএম আশরাফুল হক।
সদস্য জাইদুল কবীর খান সারোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন আহবায়ক ও ফার্মাসিস্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, সদস্য সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, হেলাল উদ্দীন আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার এসএম ফেরদৌস, নির্বাচন কমিশনার তারক চন্দ্র পন্ডিত ও হাবীব রহমান হারুন। প্রথম পর্বে কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে সদস্য জাইদুল কবীর খান সারোয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরী কমিটির আহবায়ক ফার্মাসিস্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, সদস্যবৃন্দ হেলাল উদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, প্রধান নির্বাচন কমিশনার এসএম ফেরদৌস, নির্বাচন কমিশনার তারক চন্দ্র পন্ডিত ও হাবীব রহমান হারুন এবং সভাপতি আনোয়ার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জয়ন্ত কে শর্মা, সহ-সভাপতি হুমায়ুন কবীর, সহ-সভাপতি মোহাম্মদ ই হাসান, সহ-সভাপতি মীনা ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী আহসান আকন্দ শামিম, মো. জাবির হোসেন তাকবির, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রশিদ সুজন, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল আলীম, জনসংযোগ সম্পাদক মো. ফয়সল কবীর, যুব ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর জামিল, সাংস্কৃতিক সম্পাদক মো. গোলাম শামীম, শিক্ষা সম্পাদক তানবীর রায়হান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরন, ধর্ম বিষয়ক সম্পাদক তপন কুমার বিশ^াস, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ফয়সল উদ্দিন খান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক রাহাত বিন মোক্তার রিমিক, কার্যকরী সদস্য মেজবাহ উদ্দিন, নজরুল ইসলাম, মো. আলাউদ্দিন, মো. এইচ. ওহমান, মো. এ, উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল হাসান, মো. জে কে খান, হেলাল উদ্দিন আহমেদ, একেএম আশরাফুল হক এবং আব্দুল আওয়াল সিদ্দিকী।
পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।