সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. সোহাগ মিয়া (৩২) নামে এক কিশোরগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদিঘী গ্রামের নূরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বদর এলাকার একটি সোফা তৈরির কারখানায় স্থানীয় সময় রোববার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাংলাদেশী দুই শ্রমিকসহ মোট ১০ জন শ্রমিকের মৃত্যু হয়।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম নিহত দুই বাংলাদেশী শ্রমিকের পরিচয় নিশ্চিত করেন। নিহত দুই বাংলাদেশীর মধ্যে কুলিয়ারচরের সোহাগ ছাড়া অন্যজন হলেন শরীয়তপুরের নড়িয়া থানার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫)।