ওমানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. রোকন সরকার (২৮) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত রোকন সরকার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা সরকার বাড়ির মো. হানিফ সরকারের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের আত্মীয় কামরুল ইসলাম মুসা জানান, শনিবার সন্ধ্যার দিকে ওমানের সড়কে মোটরসাইকেল আরোহী রোকন সরকারকে একটি গাড়ি এসে ধাক্বা দিলে সে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই রোকনের মৃত্যু হয় বলে জানা গেছে।
তিনি জানান, রোকন দীর্ঘদিন যাবত ওমানে রয়েছে। বছরখানেক আগে ছুটি কাটিয়ে সে পুনরায় ওমানে গিয়েছিল। সম্প্রতি তার বাড়িতে আসার কথা ছিল। কথা ছিল বিয়ের পিঁড়িতে বসারও। কিন্তু মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা সবকিছু তছনছ করে দিয়ে গেছে।