www.kishoreganjnews.com

তাড়াইলে দুই পাটগুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি



[ রবীন্দ্র সরকার, তাড়াইল | ১৮ নভেম্বর ২০১৭, শনিবার, ১০:৫৬ | ছবি সংবাদ ]


শনিবার ভোর রাতে তাড়াইল বাজারের নদীঘাট এবং আবাসিক এলাকায় ২৫০ গজের ব্যবধানে অবস্থিত দু’টি পাটগুদামে রহস্যজনক ভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০-৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাটগুদাম দু’টির মালিক দুই হিন্দু ব্যবসায়ী। তাদের একজন নিরঞ্জন সরকার ও অপরজন পরেশ পাল।

নিরঞ্জন সরকার জানিয়েছেন, তার গুদামে দুই হাজার একশ’ মণ পাট ছিল। আগুনে গুদামের সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com