www.kishoreganjnews.com

সড়ক নির্মাণ কাজের তদারকিতে মেয়র পারভেজ



[ স্টাফ রিপোর্টার | ২১ নভেম্বর ২০১৭, মঙ্গলবার, ১:০৫ | ছবি সংবাদ ]


কিশোরগঞ্জ পৌরসভার পৌরসভা মোড় থেকে ফিসারি গেইট এবং হয়বতনগর মাদরাসা থেকে হারুয়া চৌরাস্তা সড়কের কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এসব উন্নয়ন কাজ পরিদর্শন এবং তদারকিতে বের হন পৌর মেয়র মাহমুদ পারভেজ। এ সময় তিনি কার্পেটিং কাজের গুণগত মান সঠিক রাখার জন্য ঠিকাদারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com