জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সারা দেশের ন্যায় পাকুন্দিয়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রায় আবহমান বাংলার ঐহিত্য পালকি, গরুর গাড়ি, ঘোড়া, পলো, হুক্কাসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড বহন করে।