করিমগঞ্জ উপজেলার ভাটিয়া (সাকুয়া) বাজারে সরকারি জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে গড়ে ওঠেছে একের পর এক অবৈধ স্থাপনা। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে কিশোরগঞ্জ-চামড়া বন্দর মহাসড়কের সাকুয়া বাজার অংশে যান চলাচলে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানিয়েছেন, সাকুয়া বাজারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা দোকানপাট নির্মাণ করা হয়েছে। অবৈধ সবগুলো স্থাপনা উচ্ছেদ করার জন্য অভিযান চলছে।