www.kishoreganjnews.com

ফটক বসছে নরসুন্দা ওয়াচ টাওয়ারে[ স্টাফ রিপোর্টার | ২২ নভেম্বর ২০১৭, বুধবার, ১১:২৬ | ছবি সংবাদ ]


নরসুন্দা ওয়াচ টাওয়ারে মাদকসেবন রোধ, অসামাজিক কাজকর্ম প্রতিরোধ, নারী উত্তক্তকরণ প্রতিহতকরণ ও আগতদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ফটক বসানো হচ্ছে। এরই মধ্যে ফটকটি তৈরির কাজ অনেকটা এগিয়ে গেছে। শহরের একটি ওয়ার্কশপে চলছে ফটকটি তৈরির কাজ। মঙ্গলবার রাতে সেখানে গিয়ে ফটক তৈরির অগ্রগতির খোঁজখবর নেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

ইউএনও মাসউদ জানান, আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি গেইটটি তৈরি শেষে সেট করা যাবে। গেইটটি সেট করার পর নির্দিষ্ট সময় এটি খোলা এবং বন্ধ করা গেলে ওয়াচ টাওয়ারের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত হবে। গেইটটি খোলা এবং বন্ধ করার উপযুক্ত সময় কোনটি হওয়া উচিত এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে মতামত প্রদানের জন্যও অনুরোধ করেছেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com