দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৭ম ধাপের তফসিল বুধবার (২৯ ডিসেম্বর) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের মোট ১৩৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই ধাপে কিশোরগঞ্জ জেলার সর্বশেষ উপজেলা হিসেবে ইটনা উপজেলার মোট ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হচ্ছে, ইটনা সদর, রায়টুটি, চৌগাংগা, বাদলা, বড়িবাড়ি, এলংজুড়ি, ধনপুর, জয়সিদ্ধি ও মৃগা।
৯টি ইউনিয়নেই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১২ জানুযারি।
এছাড়া মনোনয়ন পত্র বাছাই ১৫ জানুযারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।