কিশোরগঞ্জের ইটনায় পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (৭ অক্টোবর) বিকালে ইটনা সদরের সড়কহাটি থেকে ২৯ গ্রাম হেরোইনসহ তিনজন এবং রবিবার (৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার আমিরগঞ্জ বাজার থেকে চার কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এর মধ্যে হেরোইনসহ আটক হওয়া তিনজন হচ্ছে, আতাউর রহমান লেলিন (৩৫), মো. মিজান মিয়া (৩৫) এবং মো. এরশাদ মিয়া (৩৫)।
তাদের মধ্যে আতাউর রহমান লেলিন ইটনা উপজেলার সড়কহাটি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে, মো. মিজান মিয়া ইটনা পুরানহাটি এলাকার মৃত আব্দুল গনির ছেলে এবং মো. এরশাদ মিয়া ইটনা মধ্যগ্রাম নয়াহাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
অন্যদিকে গাঁজাসহ আটক হওয়া তিনজন হচ্ছে, জজ মিয়া (২৩), উসমান গনি ওরফে সুমন (২৪) এবং শেখ ফরিদ (২২)।
তাদের মধ্যে জজ মিয়া ইটনা উপজেলার আমিরগঞ্জ শান্তিপুর এলাকার মো. বোছন আলীর ছেলে, উসমান গনি ওরফে সুমন জেলার করিমগঞ্জ উপজেলার উত্তর মনোসস্তোষ (নেয়ামতপুর) এলাকার মজলু মিয়ার ছেলে এবং শেখ ফরিদ ইটনা উপজেলার আমিগঞ্জ শান্তিপুর এলাকার রাশিদ মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আটককৃতরা পরস্পর যোগসাজশে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে ইটনা থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।
এ ঘটনায় ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।