কিশোরগঞ্জের ইটনায় মো. রাজন মিয়া (৩৫) নামে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার লাইমপাশা পূর্বগ্রাম এলাকায় ইটনা থানা পুলিশের অভিযানে সে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত আসামি মো. রাজন মিয়া ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, মো. রাজন মিয়া একটি মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা এড়াতে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার এসআই উজ্জ্বল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লাইমপাশা পূর্বগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।
বুধবার (১০ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।