কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই ভাই গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৭:১১ | ইটনা  


হবিগঞ্জ জেলার একটি মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি আব্দুর রব (২৬) ও মো. কুদ্দুস মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ। তারা সহোদর দুই ভাই এবং ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত মেহমান মিয়ার দুই ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ইটনা থানা পুলিশের একটি টিম উপজেলার মৃগা ইউনিয়নের কালিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ইটনা থানার এসআই উজ্জ্বল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় এই অভিযানে অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আপন দুই ভাই আব্দুর রব ও মো. কুদ্দুস মিয়া হবিগঞ্জ জেলার একটি মাদক মামলায় তিন বছর ও ১০ হাজার  টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ইটনা থানা পুলিশের একটি টিম তাদের গ্রেপ্তার করে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর