কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় চৌধুরী কামরুল হাসানের হ্যাটট্রিক জয়

 স্টাফ রিপোর্টার | ২৯ মে ২০২৪, বুধবার, ১০:৪১ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের হ্যাটট্রিক করেছেন চৌধুরী কামরুল হাসান। বুধবার (২৯ মে) অনুষ্ঠিত ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীয় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা তিনবার ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, নির্বাচনে চৌধুরী কামরুল হাসান ১৬ হাজার ৭৮২ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৮২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আবুল কাউছার খান মিলকী (মোটর সাইকেল) পেয়েছেন ১৬ হাজার ৮০০ ভোট।

এছাড়া এডভোকেট খলিলুর রহমান (আনারস) পেয়েছেন ১২ হাজার ৫২৪ ভোট।

নির্বাচনে চেয়ারম্যান পদে এই তিনজনসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর