কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৮নং জয়সিদ্ধি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা দেয়া হয়েছে। জয়সিদ্ধি বন্ধুসভা-২০০৭ এর উদ্যোগে বুধবার (৪ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত জনপ্রতিনিধিরা হলেন, জয়সিদ্ধি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির উদ্দিন, সংরক্ষিত নারী ইউপি সদস্য চম্পা আক্তার, মোছা. মারজিয়া আক্তার ও মোছা. মালেকা খাতুন এবং ইউপি সদস্য মো. সোলেমান, মো. হাবিবুর রহমান, সাইফুল, মো. বাহাউদ্দিন ঠাকুর, প্রজেশ চন্দ্র বনিক, মো. উদয়ন হোসেন কামাল, মো. রফিকুল ইসলাম, মো. জামাল মিয়া ও মো. সোহেল মিয়া।
অনুষ্ঠানে জয়সিদ্ধি বন্ধুসভা-২০০৭ এর সদস্যরা নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় বন্ধুসভার সদস্যদের মধ্যে সভাপতি এসএম ফয়সাল, সদস্য চয়ন কুমার ঘোষ, কিংকন দেবনাথ, ওমর ফারুক, কাকন সরকার, সালাউদ্দিন ঠাকুর, আলফাতুন মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে গত ১৬ মার্চ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যবৃন্দের অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।