কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মেঘনায় ভেসে ওঠলো ২০ কেজি ওজনের মৃত ডলফিন

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ১০ আগস্ট ২০২২, বুধবার, ৯:৫৪ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে ২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন এলাকাবাসী। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় পৌরশহরের বাজার এলাকার মেঘনার নদীর পাড় সায়দুল্লাহ মিয়ার ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা এটি প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করেন। পরে তারা স্থানীয়দের মাটিচাপা দেওয়ার দায়িত্ব দেন।

স্থানীয়রা জানান, ডলফিনটি মৃত অবস্থায় মেঘনা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন। ডলফিনটির অবস্থা ক্ষত-বিক্ষত হওয়ায় স্থানীয় কিছু লোক প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান।

প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল আজম বলেন, ডলফিনটি প্রায় ২০ কেজি ওজনের। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত-বিক্ষত এ ডলফিনটি কোনো কিছুর সাথে ধাক্কা লেগে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর