কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রংপুরের তারাগঞ্জ উপজেলার এসিল্যান্ড তাড়াইলের সন্তান রমিজ আলম

 স্টাফ রিপোর্টার | ৫ জুলাই ২০১৯, শুক্রবার, ১০:১১ | প্রশাসন 


রংপুরের তারাগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন তাড়াইলের কৃতী সন্তান মো. রমিজ আলম। বৃহস্পতিবার (৪ জুলাই) তিনি তারাগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন।

মো. রমিজ আলম এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। তিনি পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থল তারাগঞ্জ উপজেলায় যোগদান করেন।

মো. রমিজ আলম তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামের মৃত শামসুউদ্দিন আহমেদ এর গর্বিত সন্তান।

পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে মো. রমিজ আলম চতুর্থ।

মো. রমিজ আলম ৩৪তম বিসিএস এর মাধ্যমে ২০১৬ সালে এডমিন ক্যাডারে যোগদান করেন।

মো. রমিজ আলম ২০০৬ সালে জাওয়ার উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ হতে এইচএসসি পাশের পর প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি ২০১২ সালে রাষ্ট্রবজ্ঞিান বিষয়ে স্নাতক সম্মান এবং ২০১৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

মো. রমিজ আলম ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার স্ত্রী লিমা নাসরিন এনি কিশোরগঞ্জের আরেক কৃতী সন্তান।

লিমা নাসরিন এনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সম্মানে প্রথম শ্রেণিতে প্রথম এবং স্বর্ণপদক প্রাপ্ত। তিনি বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে কর্মরত রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর