ভৈরব পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে ১২টি ওয়ার্ডে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে পৌরসভা চত্বরে মশা নিধনের স্প্রে ছিটিয়ে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ পৌরসভার ১২টি ওয়ার্ডে প্রত্যেক কাউন্সিলরদের মধ্যে দু’টি করে মশা নিধন স্প্রে মেশিনসহ ওষুধ বিতরণ করেন।
উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আল আমিন, ২নং কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. মুমিনুল হক রাজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম সরকার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলু মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোমেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফিন জালাল রাজীব, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মতি মিয়া, পৌর সচিব মো. দুলাল উদ্দিন, সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, স্যানিটারী ইন্সপেক্টর নাছিমা বেগম, লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান প্রমুখ।
পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরগণ স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে তাদের স্ব স্ব এলাকায় স্প্রে ছিটিয়ে মশা নিধন কর্মসূচী পালন করবেন।
এছাড়া মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে। মানুষ যেন তাদের বাড়ি ঘর ও আশপাশের ময়লা আবর্জনা পরিষ্কার রাখে। তাহলে মশা নিধন করা সম্ভব হবে।