কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফাজ উদ্দিন

 স্টাফ রিপোর্টার | ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১:৫৫ | হোসেনপুর 


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ হোসেনপুর উপজেলার পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফাজ উদ্দিন হোসেনপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ২০১৯ নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ উপজেলা বাছাই কমিটি তাঁকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে এবং শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কমিটির কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দিক যাচাই-বাছাই করে পুরুষ ক্যাটাগরিতে মো. আফাজ উদ্দিন’কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।

মো. আফাজ উদ্দিন ২০১৩ সাল থেকে হোসেনপুর উপজেলার পানান সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিশু শ্রেণি-অষ্টম শ্রেণি) এর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০০৬ সালে প্রধান শিক্ষক হিসেবে উপজেলার জিনারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

মো. আফাজ উদ্দিন অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি সুনাম কুড়িয়েছেন।

তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর