কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ে সভা

 মিছবাহ উদ্দিন মানিক | ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১১:৫৮ | হোসেনপুর 


হোসেনপুরে ঘোষণা পত্র ও গঠনতন্ত্রের আলোকে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়কেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ডিসেম্বর) বিকালে হোসেনপুর সরকারি কলেজ হলরুমে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ হোসেনপুর উপজেলা শাখা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি বেগম জিন্নাত আক্তার।

মহিলা পরিষদ হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গীতা রাণী ঘোষের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সদস্য সুলতানা রাজিয়া, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম, হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক বদরুন্নাহার লায়লা, লিগ্যাল এইড সম্পাদক বীথি রানী  মোদক, বিন্নাটী ইউনিয়ন শাখার সভাপতি কবি সুর্বনা, সদস্য কল্পনা রানী সরকার প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর