কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 মিছবাহ উদ্দিন মানিক | ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ৬:৩৮ | হোসেনপুর 


‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্য বিষয়কে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া ও সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী এ জে এম রাকিবুল আহসান, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিবুল হাকিম তানিম প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর