কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় বজ্রপাতে নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

 স্টাফ রিপোর্টার | ১৯ জুলাই ২০২১, সোমবার, ৭:২৫ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক ইঞ্জিনচালিত নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার অন্তত ৪ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের বড়িবাড়ি গ্রাম সংলগ্ন টেহুনিয়া হাওরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করে।

এর আগে বিকাল ৩টার দিকে এ হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হয় রফিকুল ইসলাম।

নিহত মো. রফিকুল ইসলাম উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন-সহিলা দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৯ জুলাই) বিকালে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরে চিংড়ি মাছ ধরার চাঁই তুলছিল রফিকুল ইসলাম।

বিকাল ৩টা ৫মিনিটের দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে রফিকুল ইসলাম নৌকা থেকে হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়।

খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালালেও নিখোঁজ রফিকুল ইসলামের কোন খোঁজ মিলেনি।

পরে মিঠামইন থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ধারণা, বজ্রপাতের শিকার হয়ে রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর