কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী অষ্টবর্গ গ্রামে ১৫ শতকের সূফী সাধক দরবেশ হযরত সাগড়া শাহ্ (র.) এর পূণ্য নামে ফলদবৃক্ষ, শাকসবজি, মৎস্যচাষ ও কৃষিজ পণ্য উৎপাদন এবং বাজারজাত করণের লক্ষে প্রায় ৩ একর জমিতে হযরত সাগড়া শাহ্ (র.) সমন্বিত কৃষি খামারের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২ অক্টোবর) থেকে সমন্বিত এ কৃষি খামারের কার্যক্রম শুরু হয়।
খামারের অন্যতম উদ্যোক্তা কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তারেক কামাল এর সার্বিক তত্বাবধানে বাংলাদেশ সরকারের কৃষি বিভাগের পৃষ্টপোষকতায় খামারটি দেশে শ্রেষ্ঠ কৃষিজ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে উন্নীত হবে এবং বৃক্ষ রোপনে উৎসাহ তৈরি করবে বলে জানিয়েছেন খামারের দুই উদ্যোক্তা তারেক কামাল এবং অধ্যাপক লাইজু আাক্তার।
উদ্যোক্তাগণ খামারটি পর্যায়ক্রমে বর্ধিত করে বাংলাদেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণতায় অংশ নেয়ার পাশাপাশি বিদেশে রফতানি সহ স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন বলেও জানান।
এ সময় ভূমি মালিক শাহ্ ইস্কান্দার আলী স্বপন, কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাকসুদ, মো. নয়ন, মো. লিটন মিয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষি মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণের উপস্থিতিতে শীঘ্রই মহামান্য রাষ্ট্রপতিপুত্র সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক মুক্তিযুদ্ধের সংগঠক ও শরণার্থী আশ্রয় শিবিরের প্রতিষ্ঠাতা শাহ্ মাহ্তাব আলীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী অষ্টবর্গ শাহ্ বাড়ি প্রাঙ্গণে হযরত সাগড়া শাহ্ (র.) সমন্বিত কৃষি খামার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন বলে উদ্যোক্তাগণ জানিয়েছেন।