kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের চূড়ান্ত দলে যারা


 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১৮ মে ২০১৮, শুক্রবার, ৯:১৩ | বিশ্বকাপ ফুটবল ২০১৮ 


বিশ্বকাপ ফুটবল আসরকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ২৩ সদস্যের এই দলে আগে থেকেই ১৫ জনের নাম নিশ্চিত করলেও গত ১৪ মে ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন ব্রাজিল কোচ।

২৩ সদস্যের এই দলের ৪ জন ছাড়া বাকি সবাই খেলেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে। ইনজুরিতে পড়া নেইমার ফিরছেন বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের আগেই। দলের আক্রমণভাগে যোগ হয়েছেন টাইসন, আর দানি আলভেসের জায়গায় ফ্যাগনার।

২০১৬ সালের জুনে দলের দায়িত্ব নেয়ার পর থেকে খেটেই চলছেন তিতে। বাছাই পর্বে ১৮ ম্যাচের একটি ম্যাচও না হারা এই দলকে তাই রাশিয়া বিশ্বকাপে ফেভারিট ধরা হচ্ছে। আর তাই রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আক্রমণভাগ, মাঝমাঠ ও রক্ষণভাগের খেলোয়াড় নির্বাচনে ঘাম ঝরিয়েছিলেন তিতে।

ব্রাজিল গ্রুপ ই তে পড়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়াকে।

রাশিয়া বিশ্বকাপে ১৭ জুন ব্রাজিলের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। আর সেই লক্ষ্যেই ১১ জুন রাশিয়ার উদ্দেশ্যে রওনা করবে ফুটবলের অন্যতম শক্তিধর এই দলটি।

বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, কাসিও
রক্ষণভাগ: ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, জেরোমেল।
মধ্যমভাগ: কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপ কুতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।
আক্রমণভাগ: ডগলাস কস্তা, রবার্টো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ