কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ব্রাজিলের বিশ্বকাপ দলের পরিচিতি

 তূর্য হাসান | ২৭ মে ২০১৮, রবিবার, ১:১৮ | বিশ্বকাপ ফুটবল ’১৮/ ক্রিকেট বিশ্বকাপ ‘১৯ 


আগামী ১৪ই জুন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল আসর। রাশিয়ায় এই বিশ্বকাপের পর্দা নামবে ১৫ই জুলাই ফাইনালের মধ্য দিয়ে। আট গ্রুপে বিভক্ত এই বিশ্বকাপে ব্রাজিল খেলবে গ্রুপ ‘ই’তে। যেখানে ব্রাজিলকে লড়তে হবে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার সঙ্গে।

ব্রাজিল মানেই ছন্দময় ফুটবল। ড্রিবলিং, গতি, অপূর্ব দলীয় বোঝাপড়া, ছন্দময় অবস্থান পরিবর্তন, ছোট-বড় পাস সব কিছু মিলে ব্রাজিলের ফুটবল। ছন্দময় ফুটবলের জন্য বিখ্যাত ব্রাজিলের বিশ্বকাপ দল নিয়ে স্বভাবতই চলছে চুলচেরা বিশ্লেষণ।

ব্রাজিল দলের ২৩ সদস্যের পরিচিতি:

গোলরক্ষক
১) অ্যালিসন রামসেস: যিনি এলিসন হিসেবেই পরিচিত এবং ব্রাজিলের একজন পেশাদার ফুটবলার।  তিনি ইটালিয়ান ক্লাব রোমা ও একই সাথে ব্রাজিল জাতীয় দলের গোলরক্ষক হিসেবে খেলে থাকেন।
জন্মঃ অক্টোবর ০২, ১৯৯২ (বয়স ২৫ বছর)
জাতীয়তাঃ ব্রাজেলিয়ান
উচ্চিতাঃ ১.৯৩ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল এবং ইতালীয় ক্লাব রোমার প্রধান গোলরক্ষক।

২) এডারসন সান্টানা ডি মরেস: যিনি এডারসন হিসেবেই পরিচিত এবং ব্রাজিলের একজন পেশাদার ফুটবলার।  তিনি প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার সিটি ও একই সাথে ব্রাজিল জাতীয় দলের গোলরক্ষক হিসেবে খেলে থাকেন।  
জন্মঃ আগষ্ট ১৯৯৩ (বয়স ২৪ বছর)
জাতীয়তাঃ ব্রাজেলিয়ান
উচ্চিতাঃ ১.৮৮ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল এবং প্রিমিয়ার  ক্লাব ম্যানচেস্টার সিটির প্রধান গোলরক্ষক।

৩) ক্যাসিয়াস রামোস: যিনি রামোস হিসেবেই পরিচিত এবং ব্রাজিলের একজন পেশাদার ফুটবলার। তিনি সিরিয়া এ ক্লাব কোরিয়ান্থাস ও একই সাথে ব্রাজিল জাতীয় দলের গোলরক্ষক হিসেবে খেলে থাকেন।  
জন্মঃ জুন ০৬, ১৯৮৭ (বয়স ৩০ বছর)
জাতীয়তাঃ ব্রাজেলিয়ান
উচ্চিতাঃ ১.৯৫ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল এবং সিরিয়া এ ক্লাব কোরিয়ান্থাসের প্রধান গোলরক্ষক।

ডিফেন্ডার
৪) থিয়াগো এমিলিয়ান দা সিলভা: যিনি থিয়াগো সিলভা নামেই পরিচিত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন পেশাদার ফুটবলার এবং একই সাথে ক্লাব ফুটবল পিএসজি'র হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।
জন্মঃ২২ সেপ্টেম্বর ১৯৮৪(৩৩ বছর)
জাতীয়তাঃ ব্রাজিলীয়
উচ্চতাঃ ১.৮৩ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল ও পিএসজি

৫) মিরান্ডা ডি সুজা: যিনি মিরান্ডা নামেই পরিচিত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন পেশাদার ফুটবলার এবং একই সাথে ইতালীয়  ক্লাব ফুটবল ইন্টার মিলানের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।
জন্মঃ ০৭ সেপ্টেম্বর ১৯৮৪(৩৩ বছর)
জাতীয়তাঃ ব্রাজিলীয়
উচ্চতাঃ ১.৮৬ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল ও ইন্টার মিলান

৬) মার্সেলো ভিয়েরা দা সিলভা: যিনি মার্সেলো নামেই পরিচিত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন পেশাদার ফুটবলার এবং একই সাথে স্প্যানিশ  ক্লাব রিয়াল মাদ্রিদ এর হয়ে লেফট ব্যাক হিসেবে খেলে থাকেন।
জন্মঃ ১২, ১৯৮৮(৩০ বছর)
জাতীয়তাঃ ব্রাজিলীয়
উচ্চতাঃ ১.৭৪ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল ও রিয়াল মাদ্রিদ

৭) ফেলিপে লুইস কামারিস্কি: যিনি ফেলিপে লুইস নামেই পরিচিত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন পেশাদার ফুটবলার এবং একই সাথে স্প্যানিশ ক্লাব ফুটবল অ্যাটলেটিকো মাদ্রিদের  হয়ে লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন।
জন্মঃ ০৯ আগষ্ট ১৯৮৫(৩২ বছর)
জাতীয়তাঃ ব্রাজিলীয়
উচ্চতাঃ ১.৮৩ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল ও অ্যাটলেটিকো মাদ্রিদ

৮) দানিলো লুইজ দা সিলভা: যিনি দানিলো নামেই পরিচিত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন পেশাদার ফুটবলার এবং একই সাথে ইংলিশ  ম্যানচেস্টার সিটি'র হয়ে ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।
জন্মঃ ১৫ জুলাই ১৯৯১ (২৬বছর)
জাতীয়তাঃ ব্রাজিলীয়
উচ্চতাঃ ১.৮৪ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল ও ম্যানচেস্টার সিটি

৯) মারকুইনহোস অ্যাওয়াস কারিমা: যিনি মারকুইনহোস নামেই পরিচিত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন পেশাদার ফুটবলার এবং একই সাথে ক্লাব ফুটবল পিএসজি'র হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।
জন্মঃ ১৪, ১৯৯৪ (২৪ বছর)
জাতীয়তাঃ ব্রাজিলীয়
উচ্চতাঃ ১.৮৩ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল ও প্যারিস সেন্ট জার্মান

১০) ফ্যাগনার কন্সার্ভাস লিমোস: যিনি ফ্যাগনার নামেই পরিচিত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন পেশাদার ফুটবলার এবং একই সাথে ক্লাব ফুটবল কোরিয়ান্থাসের হয়ে রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন।
জন্মঃ ১১ জুন ১৯৮৯ (২৮বছর)
জাতীয়তাঃ ব্রাজিলীয়
উচ্চতাঃ ১.৬৮ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল ও কোরিয়ান্থাস ক্লাব

১১) পেদ্রো তনন গেরোমেল: যিনি পেদ্রো নামেই পরিচিত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন পেশাদার ফুটবলার এবং একই সাথে ক্লাব ফুটবল পোর্তো'র হয়ে ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।
জন্মঃ ২১ সেপ্টেম্বর ১৯৮৫ (৩২ বছর)
জাতীয়তাঃ ব্রাজিলীয়
উচ্চতাঃ ১.৯০ মিটার
দলঃ ব্রাজিল জাতীয় দল ও ক্লাব পোর্তো

স্ট্রাইকারস
১২) নেইমার দা সান্তস জুনিয়ার: যিনি নেইমার বা নেইমার জুনিয়ার নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং ফ্রেন্স ক্লাব পিএসজি'র ফরোয়ার্ড পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ৫ ফেব্রুয়ারি ১৯৯২ (২৬ বছর)
উচ্চতাঃ ১.৭৫ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও পিএসজি

১৩) গ্যাব্রিয়েল ফারনান্দো দা জিসুস: যিনি গ্যাব্রিয়েল জিসুস নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ৩ এপ্রিল ১৯৯৮ (২১ বছর)
উচ্চতাঃ ১.৭৫ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও ম্যানচেস্টার সিটি এফসি

১৪) রবার্তো ফারমিনো বারবোসা দা অলিভেইরা: যিনি ফারমিনো নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং প্রিমিয়ার লীগ ক্লাব লিভারপুলের স্ট্রাইকার  পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ২ অক্টোবর  ১৯৯১ (২৬ বছর)
উচ্চতাঃ ১.৮০ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও লিভারপুল

১৫) টাইসন বারসেলস ফ্রেডা: যিনি টাইসন নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং প্রিমিয়ার লীগ ক্লাব সাকতার দোনেস্কের হয়ে এটার্কিং মিডফিল্ডার অথবা  স্ট্রাইকার  পজিসনে খেলে থাকেন।জন্মঃ ১৩ জানুয়ারি  ১৯৮৮ (৩০ বছর)
উচ্চতাঃ ১.৭২ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও সাকতার দোনেস্কে

১৬) ফ্রেড্রিকো রদ্রিগুয়েজ দা পাউলা: যিনি ফ্রেড নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং প্রিমিয়ার লীগ ক্লাব সাকতার দোনেস্কের  মিডফিল্ডার পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ০৫ মার্চ  ১৯৯৩ (২৫ বছর)
উচ্চতাঃ ১.৬৯ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও সাকতার দোনেস্কে

১৭) রেনেতো সোয়ারেস দা অলেইভিরা আগুস্তো: যিনি রেনেতা আগুস্তো নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং চাইনিজ ক্লাব বেইজিং গুয়াং এর হয়ে মিডফিল্ডার পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ০৮ ফেব্রুয়ারি   ১৯৮৮ (৩০ বছর)
উচ্চতাঃ ১.৮৬ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও বেইজিং গুয়াং

১৮) উইলিয়ান বরগেস দা সিলভা: যিনি উইলিয়ান নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং প্রিমিয়ার লীগ চেলসির হয়ে  মিডফিল্ডার অথবা পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ০৯ আআগষ্ট  ১৯৮৮ (৩০ বছর)
উচ্চতাঃ ১.৭৫ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও চেলসি

১৯) ডগলোস কস্তা দা সৌজা: যিনি ডগলোস কস্তা নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং ইতালীয়  ক্লাব জুভেন্টাস থেকে লোনে বায়ার্ন মিউনিখ এর হয়ে  মিডফিল্ডার  পজিসনে খেলে থাকেন।  তিনি তার গতি, ডিবলিং স্কিল ও ক্রোসিং দক্ষতার জন্য বিখ্যাত।
জন্মঃ ১৪ সেপ্টেম্বর   ১৯৯০ (২৭বছর)
উচ্চতাঃ ১.৭০ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও জুভেন্টাস।

২০) ফিলিপে কৌটিনহো: যিনি ফিলিপে কৌটিনহো নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে এটার্কিং মিডফিল্ডার অথবা  স্ট্রাইকার  পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ১২ জুন ১৯৯২ (২৫ বছর)
উচ্চতাঃ ১.৭২ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও বার্সেলোনা

২১) জোসে পাউলো বেজেইরা মাইকেল: যিনি পাউলিনহো নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে  মিডফিল্ডার  পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ২৫ জুলাই ১৯৮৮ (২৯ বছর)
উচ্চতাঃ ১.৮১ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও বার্সেলোনা

২২) ফারনান্দো লুইজ রৌজা: যিনি ফার্নানদিনহো নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে মিডফিল্ডার  পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ০৪ মে  ১৯৮৫ (৩৩ বছর)
উচ্চতাঃ ১.৭৯ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও ম্যানচেস্টার সিটি

২৩) কার্লোস হেনরিক ক্যাসিমিরো: যিনি ক্যাসিমিরো নামেই বিখ্যাত। তিনি ব্রাজিল জাতীয় দলের একজন খেলোয়াড় এবং স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ডিফেন্সিভ  মিডফিল্ডার  পজিসনে খেলে থাকেন।  
জন্মঃ ২৩ ফেব্রুয়ারি   ১৯৯২ (২৬ বছর)
উচ্চতাঃ ১.৮৫ মিটার
জাতীয়তাঃ ব্রাজিলীয়ান
বর্তমান দল: ব্রাজিল জাতীয় ফুটবল দল ও রিয়াল মাদ্রিদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর