কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে -কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন

 স্টাফ রিপোর্টার | ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার, ৪:৫১ | রকমারি 


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেছেন, শেখ হাসিনার সরকার মিডিয়া তথা সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাবেন।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় দৈনিক আমাদের সময়ের সতেরো পেরিয়ে আঠারোতে পদার্পন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শহরে আয়োজিত আলোচনা সভা, সংগীতায়োজন ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন এ কথা বলেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় বিশষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এ কে নাছিম খান এবং কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাপ্টেন সালাহউদ্দিন আহমেদ সেলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, কিশোরগঞ্জ প্রেসক্লাাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক মাজহার মান্না, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসেন রনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমাদের সময়ের কিশোরগঞ্জ প্রতিনিধি শেখ মাসুদ ইকবাল।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুঠানে সংগীত পরিবেশন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পী ফারাহ ফারদিন কাশ্মীর, সাদিয়া মান্নান, অনিষা অনিন্দিতা আরাবী ও সাইয়ারা।

এর আগে প্রধান অতিথি অতিথিদের নিয়ে কেক কেটে দৈনিক আমাদের সময়ের জন্মদিন উদযাপন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর