কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার সাবেক চেয়ারম্যন আবদুল জব্বার ভূঁইয়ার ইন্তেকাল

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১ মার্চ ২০২৩, বুধবার, ৭:০৫ | শোক সংবাদ 


তৎকালীন কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ২০মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলহাজ্ব আবদুল জব্বার ভূঁইয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা।

মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১ মার্চ) বাদ আসর পাকুন্দিয়া সদর ঈদগাহ্ নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর