কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শিক্ষাবিদ আবু খালেদ পাঠান আর নেই

 স্টাফ রিপোর্টার | ১১ অক্টোবর ২০২৩, বুধবার, ৮:৪৯ | শোক সংবাদ 


কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু খালেদ পাঠান (৮৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১১ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে রাজধানীর আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী এবং গুণমুগ্ধ ছাত্র/ছাত্রী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে তার মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জে আনা হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে তার মরদেহ নেয়া হবে।

বাদ জোহর ঐতিহাসিক শহীদী মসজিদে নামাজে জানাজা শেষে কিশোরগঞ্জ শহরের সতাল এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর