কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন বাদশা (৭০) স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহান স্বাধীনতা যুদ্ধে সম্মুখভাগে থেকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
কর্মজীবনে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সিকিউরিটি অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পালিত পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার আচমিতা ইউনিয়নের দক্ষিণ অষ্টঘড়িয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।