কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঘোর বন্ধু দেবনাথ আর নেই

 স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর ২০২৩, রবিবার, ৭:১৫ | শোক সংবাদ 


কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য রাজন কুমার দেবনাথ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ কুমার দেবনাথের পিতা অঘোর বন্ধু দেবনাথ আর বেঁচে নেই। তিনি রবিবার (২২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় জেলা শহরের নীলগঞ্জ মোড় শোলাকিয়াস্থ নিজবাসায় বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন।

সদর উপজেলার শুকুর মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত অঘোর বন্ধু দেবনাথ দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকালে শহরের গাইটাল শিক্ষকপল্লী শ্মশানঘাটে অঘোর বন্ধু দেবনাথের লাশ দাহ করা হয়।

তাঁর মৃত্যুতে জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর