কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


লেখক-গবেষক ফয়সাল আহমেদের বাবার ইন্তেকাল

 স্টাফ রিপোর্টার | ১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার, ৯:১৭ | শোক সংবাদ 


লেখক, গবেষক ও 'এবং বই' পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদের বাবা শাহাবউদ্দিন আহমেদ নবাব মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় জেলা শহরের বত্রিশ এলাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ এশা বত্রিশ বাগে মোহাম্মদী জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পাশের বাগে মোহাম্মদী কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ নিউজ পরিবার গভীরভাবে শোকাহত।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর