কিশোরগঞ্জের নিকলী উপজেলার জালালপুর গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে প্রবীণ আলেমে দ্বীন ও মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রথিতযশা ধর্মীয় শিক্ষক (অব.) আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২৯ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গুণী এই শিক্ষকের মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি নিকলী উপজেলা শাখা (বিটিএ) ও বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এছাড়া মজলিসপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন আলী গভীর শোক জানিয়েছেন।