কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী মোড়ল বাড়ি নিবাসী পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী, কবি ও ছড়াকার গোলাপ আমিনের পিতা মো. নূরুল ইসলাম মোড়ল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৫ জুন) বিকাল ৪টা ৬মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে চার ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টায় সালুয়াদী হাফেজ আবদুল মান্নান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।