কিশোরগঞ্জে মাদরাসা ছাত্রদের প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
জুলাই ২১, ২০২৫
কিশোরগঞ্জে মাদরাসা ছাত্রদের প্রতিরোধ দিবস পালিত

কিশোরগঞ্জে কওমি মাদরাসা ছাত্রদের আয়োজনে জুলাই অভ্যুত্থানে অবদান রাখায় সরকার কর্তৃক ঘোষিত মাদরাসা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বাদ আছর পুরানথানা এলাকার স্বাধীনতা চত্বরে কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাদরাসা প্রতিরোধ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুফতি আব্দুর রহিম, মুফতি রহমাতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, যুব আন্দোলনের জুবায়ের আহমেদ, বিশিষ্ট লেখক গবেষক সাইফ সিরাজ, কিশোরগঞ্জের সংগঠক আশরাফ আলী সোহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইকরাম হোসাইন, ছাত্রদলের শেখ মুদ্দাসির তুশি, সায়েম জায়েন, আল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিম প্রমুখ।

মুফতি আব্দুর রহিম বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে জুলাই বিপ্লবে সব জায়গায় আলেম-ওলামারা জীবন দিয়েছে দেশের জন্য। আগামীতেও কোন স্বৈরাচার যদি মাথা উঁচু করে তবে তাদেরকেও প্রতিহত করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি বলেন, ২১ জুলাই শুধুমাত্র একটি তারিখ নয়, এটি সাহস, আত্মত্যাগ ও সত্যের প্রতীক। ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদরাসার ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের রক্তে রঞ্জিত হয়েছিল যাত্রাবাড়ীর রাজপথ।

আশরাফ আলী সোহান বলেন, এই সরকারের প্রধান কাজই হলো জুলাই ঘোষণাপত্র দেওয়া। সেই ঘোষণাপত্রে মাদরাসার ছাত্রদের অবদানের কথা লিখিত থাকতে হবে এবং ২৪ গণহত্যার বিচার ও বাস্তবায়ন করতে হবে।

আল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিম বলেন, মাদরাসা শিক্ষার্থীদের অবদানের জন্য দিবস ঘোষণা করা হলেও তা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কোন রকম সহযোগিতা করেনি। আমরা তাদের কাছে যাওয়ার পরও তারা এটা অবহেলা করে এড়িয়ে গেছে। এটা আমাদের প্রতি চরম অবমূল্যায়ন।

শহীদদের রুহের মাগফেরাত কামনা ও মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে দোয়ার মাধ্যমে দিবসের অনুষ্ঠান শেষ হয়।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ