আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
বিকালে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
গণসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলটির নেতাকর্মীরা। দলটির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের শোলাকিয়ায় জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
এ সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি রুকন উদ্দিন ও মাওলানা এ.বি এমদাদুল্লাহ, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার বলেন, ফ্যাসিবাদ পতন পরবর্তী এদেশের মানুষের চাওয়া হলো মৌলিক রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন।
অথচ আমরা দেখছি সরকার জনগণের চাহিদাকে উপেক্ষা করে কোনো রকম সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে এগুচ্ছে। এতে আবারও ফ্যাসিবাদ, চাঁদাবাজ, গণহত্যাকারীরা ফিরে আসার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ অবস্থায় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার তারপর সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) কিশোরগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।