কিশোরগঞ্জে যুব দিবসে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তোলার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ১২, ২০২৫
কিশোরগঞ্জে যুব দিবসে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তোলার অঙ্গীকার

আলোচনা সভা, শপথ পাঠ, সনদপত্র ও ভাতা বিতরণ, গাছের চারা রোপণ, পুকুরে মাছের পোনা অবমুক্ত করাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তোলার অঙ্গীকারে কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

পরে যুব ভবন মিলনায়তনে ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক শাহাদাত হোসেন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, জেলা শ্রমিক মজলিশের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখসহ যুব সংগঠক, যুব উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়। এছাড়া যুব ভবন চত্বরে ৩৬টি গাছের চারা রোপণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ