কিশোরগঞ্জে চাষী পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদনের জন্য চাষীদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ২৯ জন চাষীর মাঝে এই বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ সহায়তা বিতরণ করেন।
তিনি জানান, চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় চাষীদের মাঝে সরিষা এবং মসুর, মাসকলাই ও কেসারি ডালের বীজ ছাড়াও সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।