পাকুন্দিয়ায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আঙ্গিয়াদী ব্লকের খামা গ্রামের কৃষক সিরাজ মিয়ার বাড়ির উঠানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার ড. গৌর গোবিন্দ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আনিছুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢাকা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক একেএম মনিরুল হক ও খামাবাড়ি কিশোরগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাদেক ইবনে শামছ।
অন্যদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ রায় ও দেবাশিস সরকার, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এবিএম জমশেদ আলী, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. হামিমুল হক সোহাগ ও মো. মোশারফ হোসেন, কৃষক মো. নিজাম উদ্দিন, আতাবুর রহমান, সিরাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বাস্তব প্রশিক্ষণে আসা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীরা ও খামা বিলপাড় সিআইজি সমিতির সকল সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।