কটিয়াদীতে এখন বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করা হচ্ছে। ড্রাগন ফলের চাষ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকেরা ড্রাগন ফল চাষের দিকে ঝুঁকছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলার চান্দপুর ইউনিয়নের মণ্ডলভোগ গ্রামের হাবিবুর রহমান ২০১৪ সালে প্রথম থাইল্যান্ড ও মালয়েশিয়া জাতের ২৪০ টি ড্রাগন ফলের চারা রোপণ করেন। উৎপাদন ও আয় ভালো হওয়ায় এ বছর তিনি ৫০০ চারা রোপণ করেছেন।
ড্রাগন ফল চাষে হাবিবুর রহমানের এই সফলতা দেখে এলাকার অনেকে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এরই মাঝে আরো বেশ কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করেছেন। ড্রাগন ফল চাষকে তারা কৃষিতে এক নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন।
এদিকে কৃষকদের এই আগ্রহ ধরে রেখে ড্রাগন ফলের আবাদের প্রসার ঘটাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।