www.kishoreganjnews.com

৪০ বছরের বরের সঙ্গে জেএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে পণ্ড



[ বিশেষ প্রতিনিধি | ২৫ নভেম্বর ২০১৭, শনিবার, ১২:২৬ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জে এক জেএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়ে গেছে।

এলাকাবাসী জানান, নিকলী সদর ইউনিয়নের আকরামপুর গ্রামের নারায়ণ চন্দ্র সূত্রধরের মেয়ে তৃষ্ণা রাণী সূত্রধর (১৫) এবছর নিকলীর শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয়র জেএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু তাকে পরীক্ষা দিতে না দিয়ে বাবা-মা কুলিয়ারচরের ৪০ বছরের বরের সঙ্গে বিয়ের আয়োজন করেছিলেন।

নিকলী উপজেলা প্রশাসন বাধা দিলে গোপনে মেয়েটিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে নানা সুনীল মিস্ত্রীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। চৌদ্দশত ইউনিয়ন পরিষদ থেকে ১৯৯৮ সালে জন্ম দেখিয়ে মেয়েটির একটি জন্মসনদও সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল।

বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদকে জানালে তারা পুলিশ এবং চৌদ্দশত ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকাকে খোঁজ নেয়ার দায়িত্ব দেন। ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা বিয়েটি বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com