বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাকুন্দিয়ায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক হাসনাত তারেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, সাবেক জিএস রায়হান উদ্দিন আকন্দ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক বদরুল আমীন, সোহাগ মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক হিমেল রানা, এসএম মুহিবুল্লাহ পিয়াস প্রমুখ।
পরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মীরা।