কটিয়াদীতে কেক কেটে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কটিয়াদী সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক ওবায়েদুল কাদের সোহাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সেক্রেটারী মজিবুর রহমান হামিদ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করীম রুমি, যুবলীগের আহবায়ক শারফুল কাদের মনি, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন তারেকুর রহমান।
আলোচনা সভার পূর্বে ব্যান্ড পার্টির তালে তালে লাঠি খেলাসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।