রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ঢাকা-কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেন এগারসিন্ধুর গোধুলী ও এগারসিন্ধুর প্রভাতীর যাত্রা বিরতি উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ৮টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে নরসিংদী জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কর্মকমিশনের সাবেক পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে নরসিংদী জেলা সমিতির সেক্রেটারি মুহাম্মদ শাহ আলমের পরিচালনায় যাত্রাবিরতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।