ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে তাড়াইলে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক শামরুজ্জামান শামরুজ, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সাফায়েতের নেতৃত্বে একাটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শামছুল হুদা শাওন, আমিনুল ইসলাম জুটন, আমিনুল ইসলাম ভূঞা ইলিয়াস, সদস্য মজিবুর রহমান, ফজলে মওলা, আসাদুল ইসলাম, মো. আসাদুজ্জামান জনিসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।