www.kishoreganjnews.com

কটিয়াদীতে আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য আয়োজন



[ রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৫ নভেম্বর ২০১৭, শনিবার, ৪:১৮ | কিশোরগঞ্জ ]


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার এ ‘বিশ্ব প্রমান্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভ করায় সারা দেশের ন্যায় কটিয়াদীতে আনন্দ উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের উদ্যোগে কটিয়াদী কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-কর্মচারী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন অংশগ্রহণ করে।

এছাড়া ইউএনও ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। এতে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) গোলাম মোর্শেদ খান, প্রধান শিক্ষক বদিউল আলম, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আলী, কামাল হোসেন মিলন, সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ভূঞা ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ চত্বরে এক আকর্ষণীয় লাঠি খেলা অনুষ্ঠিত হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com