www.kishoreganjnews.com

বিনা টিকিটে ট্রেনযাত্রা, ৯৪৪ যাত্রীকে জরিমানা



[ স্টাফ রিপোর্টার | ২৭ নভেম্বর ২০১৭, সোমবার, ৮:০৫ | কিশোরগঞ্জ ]


বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ৯৪৪ জন যাত্রীকে জরিমানা করেছেন বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় দণ্ডিত ৯৪৪ যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানা বাবদ ১ লাখ ৭২ হাজার টাকা আদায় করা হয়। এর মধ্যে ১৪টি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীরা রয়েছেন।

রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিনা টিকিটে ভ্রমণ করা থেকে যাত্রীদের বিরত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার অমৃত লাল দাস।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com