www.kishoreganjnews.com

নিকলীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা



[ খাইরুল মোমেন স্বপন, নিকলী | ২৮ নভেম্বর ২০১৭, মঙ্গলবার, ৪:২১ | কিশোরগঞ্জ ]


নিকলীতে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে নিকলী পুরান বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় রবীন্দ্র স্টোর নামে একটি মনোহারি দোকান, হাফ গেইট হোটেল ও কাজল রেস্টুরেন্ট নামের দুই রেস্টুরেন্টসহ মোট তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য অর্থদণ্ড করে আদায় করা হয়।

এছাড়া যে সব ব্যবসা প্রতিষ্ঠান সরকারি ভাবে স্বীকৃত পরিমাপকের বদলে পুরাতন পরিমাপক ব্যবহার করছিলো, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সে সব মাপযন্ত্র জব্দ করে ভেঙ্গে ফেলা হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com